টুরিস্ট পুলিশ
রাঙ্গামাটি রিজিয়ন, রাঙ্গামাটি
Committed to protect proud to serve
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ০৬ নভেম্বর ২০১৩ খ্রিস্টাব্দে ট্যুরিস্ট পুলিশ গঠনের পর থেকে ৪টি ডিভিশনে বিভক্ত করে ১১টি রিজিয়নের অধীনে ৪২ জোনে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি পার্বত্য রিজিয়নের কার্যক্রমসমূহ :
১. ট্যুরিস্ট স্পটসমূহে আগত পর্যটকদের নিরাপত্তা প্রদান।
২. পর্যটকদের যেকোনো ধরনের সহায়তা ও স্পট সম্পর্কে তথ্য প্রদান করা।
৩. পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের পর্যটকদের সাথে ভালো ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য প্রশিক্ষণ প্রদান।
৪. পর্যটন স্পটে সংঘটিত যেকেনো ধরনের অপরাধ যেমন: ইভটিজিং, চুরি, ছিনতাই ইত্যাদি মামলা রুজু ও তদন্ত করা।
৫. পর্যটন স্পটে হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারপূর্বক প্রকৃত মালিক ও বাচ্চা উদ্ধারপূর্বক অভিভাবকের কাছে ফেরত দেয়া ।
৬. কাপ্তাই লেকে চলাচলকারী নৌযান, হাউজ বোটসমূহে নিরাপত্তা বিধানে চালক ও যাত্রীদের লাইফ জ্যাকেট নিশ্চিত করা।
৭. নৌযানগুলো যাতে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত নৌ সিগনাল মেনে চলা নিশ্চিত করা।
৮. পর্যটন স্পটসমূহের প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যত্রতত্র মামলা আর্বজনা না ফেলার জন্য নির্দেশনা প্রদান করা।
Tourist Police Helpline 01320-222222 01887-878787 |
App/Hello Tourist web: www.tourist.police.gov.bd youtube: touristpolice.Bangladesh facebook: TouristPolice.bd |
Tourist Police Rangamati zone 01320-159370 01320-159405 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস