Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

জেলা প্রশাসকের বার্তা


তথ্য প্রযুক্তির উৎকর্ষের এ যুগে সমগ্র বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। এর ধারাবাহিকতায়  জেলা ওয়েব পোর্টাল (www.rangamati.gov.bd) এর মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক তথ্য জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে উন্মোচিত হয়েছে। জেলা তথ্য বাতায়ন এর মাধ্যমে যে কেউ পৃথিবীর যে কোন প্রান্তে বসে রাঙ্গামাটি জেলা সম্পর্কে যে কোন তথ্য/ জিজ্ঞাসার উত্তর খুব সহজেই পেতে পারেন, জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন এবং অনলাইনে যোগাযোগ করতে পারেন জেলা প্রশাসনের সঙ্গে।


জেলা প্রশাসক জেলায় সকল ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। মাঠ প্রশাসনের কেন্দ্রস্থল হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমিকা অপরিসীম। এ কার্যালয়ের প্রধান প্রধান কার্যাবলীর মধ্যে জেলা ভূমি রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধমূলক ফৌজদারি ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, পাবলিক পরীক্ষা, ট্রেজারি, সার-বীজ-জ্বালানী ব্যবস্থাপনা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, বিভিন্ন লাইসেন্স/পারমিট ইস্যু ও নবায়ন, স্থায়ী বাসিন্দা সনদ প্রদান, উত্তরাধিকার সনদ প্রদান, মোবাইল কোর্ট পরিচালনা, জেলার উন্নয়নমূলক ও আন্ত:বিভাগীয় কার্যক্রমের সমন্বয় সাধন তথা উন্নয়ন, জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের মাধ্যমে ই-গভর্নেন্স বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসনের রয়েছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। 

 

এ ওয়েব পোর্টাল থেকে বিভিন্ন প্রয়োজনীয় সরকারি ফর্ম ডাউনলোড করা যায়। এছাড়া বিভিন্ন লাইসেন্স/পারমিট প্রাপ্তির নিয়মাবলী/শর্তাবলী, কোন শাখা হতে কি কি সেবা কি নিয়মে/পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয় তার তথ্য,  ইজারা বিজ্ঞপ্তি/নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন নোটিশ/অফিস আদেশ সম্পর্কে সেবাগ্রহীতারা জানতে পারেন। স্থায়ী বাসিন্দা ও উত্তরাধিকার সনদ প্রদান কার্যক্রম এবং বিদেশী নাগরিকগণের রাঙ্গামাটি ভ্রমণের অনুমতির আবেদন ডিজিটালাইজেশন করা হয়েছে এবং আরো কিছু সেবা অনলাইন ভিত্তিক করার প্রক্রিয়া চলমান আছে।  ওয়েব পোর্টালে অন্যান্য বিভাগের/ দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য সন্নিবেশ করা হয়েছে। এর ফলে নাগরিকদের বিভিন্ন সেবাপ্রাপ্তি সহজতর হয়েছে এবং প্রশাসনের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও  নিশ্চিত হয়েছে।  জনগণের সেবাপ্রাপ্তি দ্রুত, সুলভ ও ঝামেলামুক্ত করার মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় এই ওয়েব পোর্টাল গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।


মোহাম্মদ হাবিব উল্লাহ

জেলা প্রশাসক

রাঙ্গামাটি পার্বত্য জেলা।